Last Updated: Wednesday, January 22, 2014, 21:34
ভারতের জীব বৈচিত্রের অন্যতম অঞ্চল চিল্কা হ্রদকে পরিযায়ী পাখিদের অন্যতম গন্তব্যস্থল হিসেবে ঘোষনা করল ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিসম অর্গানাইজেশন। বিশ্বের আরও সাতটি অঞ্চলের সঙ্গে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে চিল্কা।