Last Updated: Saturday, October 19, 2013, 20:48
গুপ্তধনের গল্পকে ঘিরে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে উন্নাওয়ের দৌণ্ডিয়াখেরা গ্রামে। পুরো কর্মকাণ্ডের নেপথ্যে যিনি রয়েছেন, সেই শোভন সরকারকে ঘিরে রহস্য ক্রমশ জমাট বাঁধছে। এত কাণ্ড ঘটে চললেও,সাধুবাবাকে এখনও দেখা যায়নি। ধোঁয়াশা তৈরি হয়েছে তাঁর পরিচয় নিয়েও।