US Corngress - Latest News on US Corngress| Breaking News in Bengali on 24ghanta.com
ইউক্রেনকে অর্থসাহা্য্য ও ক্রিমিয়াকে ছিনিয়ে আনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে পাস দুটি বিল

ইউক্রেনকে অর্থসাহা্য্য ও ক্রিমিয়াকে ছিনিয়ে আনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে পাস দুটি বিল

Last Updated: Friday, March 28, 2014, 09:51

বৃহস্পতিবার দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হল মার্কিন কংগ্রেসে। একটি বিলে ইউক্রেন সরকারকে একশো কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। অন্য বিলে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির উল্লেখ রয়েছে। সেনেটে দুটি বিলই পাস হয় ধ্বনি ভোটে।