US Winter - Latest News on US Winter| Breaking News in Bengali on 24ghanta.com
শীত দৈত্য আরও হিংস্র মার্কিন মুলুকে, সতর্কতা জারি প্রশাসনের

শীত দৈত্য আরও হিংস্র মার্কিন মুলুকে, সতর্কতা জারি প্রশাসনের

Last Updated: Thursday, February 6, 2014, 10:27

প্রবল শৈত প্রবাহে বিপর্যস্ত আমেরিকা। তুষারপাতের কারণে দুর্ঘটনায় দক্ষিণ-পূর্ব কানসাসে দু জনের মৃত্যু হয়েছে। রাস্তায় জমে রয়েছে প্রায় সাত ইঞ্চি বরফের আস্তরণ। ফলে বাড়ছে দুর্ঘটনা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেবিষয়ে কোনও আশ্বাসই দিতে পারেনি আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।