US police officer - Latest News on US police officer| Breaking News in Bengali on 24ghanta.com
বস্টন বিস্ফোরণ: পুলিসের গুলিতে মৃত এক সন্দেহভাজন

বস্টন বিস্ফোরণ: পুলিসের গুলিতে মৃত এক সন্দেহভাজন

Last Updated: Friday, April 19, 2013, 12:51

বস্টন ম্যারাথন বিস্ফোরণে অভিযুক্ত দুই সন্দেহভাজন চেচনিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। দুজনের মধ্যে একজন পুলিসের গুলিতে মারা গিয়েছে।  মৃতের নাম তামেরলন সারনাইভ। অপর সন্দেহভাজন, ১৯ বছরের জোখর সারনাইভকে খুঁজতে বাড়ি বাড়ি চিরুনি তল্লাসি চালাচ্ছে পুলিস। বস্টনের গভর্নর সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেড়তে আর্জি জানিয়েছেন।