Last Updated: Saturday, December 15, 2012, 00:02
মার্কিন যুক্তরাষ্ট্রে বেপড়োয়া বন্দুকবাজের তাণ্ডবের শিকার হলেন ২৭জন। নিহতদের মধ্যে রয়েছে ২০টি শিশু। কানেকটিকাটের নিউটাউনে স্যানডি হুক এলিমেন্টারি স্কুলের কিন্ডারগার্টেন ক্লাসে ঢুকে নির্বিচারে গুলি চালাল এক হামলাবাজ। পুলিসসূত্রে খবর বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। থমথমে নিউটাউন এলাকায় রয়েছে কড়া পুলিসি নজরদারি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।