Uday Chand Kumar - Latest News on Uday Chand Kumar| Breaking News in Bengali on 24ghanta.com
গুড়িয়া মৃত্যু রহস্যে তদন্তভার নিল সিআইডি, ডেথ সার্টিফিকেটে সইয়ের অভিযোগ অস্বীকার কাঞ্চনের

গুড়িয়া মৃত্যু রহস্যে তদন্তভার নিল সিআইডি, ডেথ সার্টিফিকেটে সইয়ের অভিযোগ অস্বীকার কাঞ্চনের

Last Updated: Sunday, July 15, 2012, 15:45

গুড়িয়া কাণ্ডে তদন্তের দায়িত্ব নিল সিআইডি। তদন্তে নেমে এবার এক চিকিত্সককে আটক করেছে পুলিস। বাঁকুড়ার পাত্রসায়র থেকে আটক করা হয়েছে চিকিত্সক কাঞ্চন মণ্ডলকে। হুগলি জেলা পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করে। জেরায় গুড়িয়ার ডেথ সার্টিফিকেটে সইয়ের অভিযোগ অস্বীকার করেছে কাঞ্চন। তার দাবি, গুড়িয়াকে সে চিনত না। ডেথ সার্টিফিকেটে তার সই জাল করা হয়েছে।