Last Updated: Tuesday, October 29, 2013, 16:31
তিনি হলেন মিস্টার আগলি। তাঁর থেকে কুত্সিত আর কেউ নেই। এমন শিরোপা পাওয়ার পর জিম্বাবোয়ের উইলিয়াম মাসভিনহু বেজায় খুশি। পরপর দুবার মিস্টার আগলিএস্ট-এর খেতাব জিতে ফেললেন উইলিয়াম। `মিস্টার হ্যান্ডস্যাম`-এর ঠিক উল্টোটা হল `মিস্টার আগলি`। উইলিয়াম এবার এই খেতাব জিতে পেলেন ট্রফি, ডলার আর ছেলে মেয়েদের সারাবছরের পড়াশোনা করার খরচ।