Ujjal Biswas - Latest News on Ujjal Biswas| Breaking News in Bengali on 24ghanta.com
জামিন পেলেন বাবুল সুপ্রিয়, রোষের মুখে উজ্জ্বল বিশ্বাস

জামিন পেলেন বাবুল সুপ্রিয়, রোষের মুখে উজ্জ্বল বিশ্বাস

Last Updated: Tuesday, April 22, 2014, 15:32

জাতীয়সড়ক অবরোধ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। গত ১২ এপ্রিল নতুন এগরায় প্রচারে বেরিয়ে আক্রান্ত হন বাবুল সুপ্রিয়। প্রতিবাদে রানিগঞ্জে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। জাতীয়সড়ক অবরোধ ও জমায়েতের কারণে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। সেই মামলাতেই আজ আসানসোলের এসিজেএম সুপ্রিয়া খাঁর এজলাসে আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে জামিন দেন বিচারক। বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিস।