Ukraine Protest - Latest News on Ukraine Protest| Breaking News in Bengali on 24ghanta.com
হোয়াইট হাউসের হুঁশিয়ারি, অবিলম্বে বন্ধ হোক হিংসা

হোয়াইট হাউসের হুঁশিয়ারি, অবিলম্বে বন্ধ হোক হিংসা

Last Updated: Friday, February 21, 2014, 12:19

প্রতিদিনই বারুদ, গুলি, আগুনে বিধ্বস্ত কিয়েভের রাজপথ। সারি দিয়ে মৃত্যুর মিছিল। তবুও ইউক্রেন সরকারের টনক নড়ছে না। বিরোধীদের সঙ্গে সরকারে প্রতক্ষ্য সংঘাতে ক্ষয়ক্ষতি, হানাহানির সংখ্যা বেড়েই চলেছে। ইউক্রেনের হিংসার ব্যাপারে সরকারের নরম মনোভাবের জন্য হোয়াইট হাউস থেকে সরাসরি বার্তা পৌঁছল।