Last Updated: Thursday, March 6, 2014, 16:08
ইউক্রেনের আকাশে এখন যুদ্ধের মেঘ। এ অবস্থায় তাদের পাশে থাকতে চায় আমেরিকা। তার জন্য সঙ্কটে জর্জরিত কিয়েভের নতুন সরকারের জন্য ১০০ কোটি মার্কিন ডলারের একটি ত্রাণ প্যাকেজ তৈরি করেছে হোয়াইট হাউস। এর উপরই আজই মার্কিন কংগ্রেসের প্রতিনিধিসভায় ভোটাভুটি। রিপাবলিক্যানরা চান ইউক্রেনকে ত্রাণ দেওয়া নিয়ে হোয়াইট হাউজের পরিকল্পণায় আজই সিলমোহর দিতে। তবে ইউক্রেনে সেনা পাঠানোয় রাশিয়ার বিরুদ্ধে কোনও অর্থনৈতিক অবরোধ জারি হবে কিনা, সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মার্কিন প্রতিনিধিসভা।