Last Updated: Friday, January 6, 2012, 16:00
বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে বিতাড়িত `দাগি` নেতাদের দলে নেওয়ার বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের অন্তর্বিরোধ এবার প্রকাশ্যে এল। ইতিমধ্যেই আরএসএস-এর মুখপাত্র পাঞ্চজন্য`তে মায়াবতী ক্যাবিনেটের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিজেপি`তে নেওয়ার ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। এবার বিরোধিতা এল বিজেপি জাতীয় কর্মসমিতির তরফে উত্তরপ্রদেশের সাংগঠিনক দায়িত্বপ্রাপ্ত উমা ভারতী এবং দলের গুরুত্বপূর্ণ সাংসদ মানেকা গান্ধীর তরফে।