Unied Nations - Latest News on Unied Nations| Breaking News in Bengali on 24ghanta.com
দুইয়ে দিল্লি, ছয়ে মুম্বই, আটে কলকাতা

দুইয়ে দিল্লি, ছয়ে মুম্বই, আটে কলকাতা

Last Updated: Friday, July 11, 2014, 12:24

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহরের তকমা ছিনিয়ে নিল ভারতের রাজধানী শহর। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে টোকিয়ো। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ১৯৯০ থেকে ২০১৪ সালে দিল্লির জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিল্লির জনসংখ্যা ২৫ মিলিয়ন।