Last Updated: Tuesday, June 3, 2014, 14:02
দুর্ঘটনায় মারা গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুণ্ডে। আজ ভোরে দিল্লি বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই সকাল সাতটা কুড়িতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ময়নাতদন্তের পর গোপীনাথ মুণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপি সদর দফতরে। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরসঙ্ঘচালক মোহন ভাগবত, লালকৃষ্ণ আডবাণী সহ বিজেপি নেতারা। গোপীনাথ মুণ্ডের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামবিলাস পাসোয়ান, শরদ পওয়ার। আজই বিশেষ বিমানে গোপীনাথ মুণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রের লাতুরে। সেখান থেকে বীড় জেলায় গ্রামের বাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামিকাল গোপীনাথ মুণ্ডের শেষকৃত্য হবে। গোপীনাথ মুণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।