Usharani Mondal - Latest News on Usharani Mondal| Breaking News in Bengali on 24ghanta.com
আগাম জামিনের আবেদন প্রত্যাহার  উষারানির

আগাম জামিনের আবেদন প্রত্যাহার উষারানির

Last Updated: Monday, July 7, 2014, 21:29

আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল। আজ বারাসত আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবী। প্রশ্ন উঠছে, তাহলে কেন আগাম জামিনের আবেদন করেছিলেন উষারাণী মণ্ডল ? বারোই মে লোকসভা নির্বাচনের শেষদফায়, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার ব্রাহ্মণচকে বুথমুখী ভোটারদের লক্ষ্য করে গুলি চলে। আহত হন বেশ কয়েকজন।