Last Updated: Thursday, November 3, 2011, 17:40
উত্তরপাড়া কোতরং-এর বাসিন্দা চঞ্চল দে। তার পুত্র চয়নকে বুধবার রাতে সাপে কাটে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে মধ্যরাতেই তাকে রেফার করা হয় মেডিক্যালে। বৃহস্পতিবার বেলা পর্যন্ত কোনও চিকিত্সাই হয়নি চয়নের।