Last Updated: Monday, September 3, 2012, 13:30
কয়লা ব্লক বণ্টন ইস্যুতে আজও উত্তাল হল সংসদ। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হট্টগোলে প্রথমে বেলা বারোটা পরে দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান হামিদ আনসারি। শোকপ্রস্তাব পাঠের পর লোকসভার অধিবেশনও মুলতুবি করে দেন অধ্যক্ষ মীরা কুমার।