VJP - Latest News on VJP| Breaking News in Bengali on 24ghanta.com
বিরোধীদের অনড় দাবিতে মুলতুবি সংসদ

বিরোধীদের অনড় দাবিতে মুলতুবি সংসদ

Last Updated: Monday, September 3, 2012, 13:30

কয়লা ব্লক বণ্টন ইস্যুতে আজও উত্তাল হল সংসদ। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হট্টগোলে প্রথমে বেলা বারোটা পরে দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান হামিদ আনসারি। শোকপ্রস্তাব পাঠের পর লোকসভার অধিবেশনও মুলতুবি করে দেন অধ্যক্ষ মীরা কুমার।