Last Updated: Friday, June 1, 2012, 17:55
সরকারি পরিবহণকে চাঙ্গা করতে কর্মীছাঁটাইকেই হাতিয়ার করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। শনিবার পরিবহণ সংস্থাগুলির সঙ্গে বৈঠকের পর মহাকরণে এমনটাই জানান তিনি। বলেন, "কোনও ম্যাজিকে রাতারাতি পরিবহণকে লাভজনক করা সম্ভব নয়।