Last Updated: Tuesday, February 11, 2014, 14:58
ইউপিএ মন্ত্রিসভার দুই মন্ত্রীয় বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দিল্লি পুলিসের দুর্নীতি দমন শাখা।একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুরলি দেওরা ও এম বিরাপ্পা মইলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে। রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়ায় বাড়িয়ে দেওয়ায় দুই কেন্দ্রীয় মন্ত্রী ও রিলায়েন্স কর্পোরেশনের চেয়রপারসন মুকেশ আম্বানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।