Vinayak Sen - Latest News on Vinayak Sen| Breaking News in Bengali on 24ghanta.com
নোনডাঙা উচ্ছেদ কাণ্ডে সরকারের তীব্র সমালোচনায় করলেন বিনায়ক সেন

নোনডাঙা উচ্ছেদ কাণ্ডে সরকারের তীব্র সমালোচনায় করলেন বিনায়ক সেন

Last Updated: Friday, May 4, 2012, 21:21

নোনাডাঙায় উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পাশে দাঁড়ালেন চিকিতসক বিনায়ক সেন। শুক্রবার চিকিত্সকদের একটি সংগঠনের সঙ্গে নোনাডাঙায় গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিনায়ক সেন। তিনি বলেন, গণতন্ত্রে যে সহনশীলতা প্রয়োজন তা বর্তমান রাজ্য সরকারের নেই।