Last Updated: Monday, December 16, 2013, 21:29
পুণের ইয়েরওয়াড়া জেলে বন্দি থাকা অবস্থায় সঞ্জয় দত্তকে খাওয়ার সঙ্গে মদও দেওয়া হচ্ছে। এমন অভিযোগে তোলপাড় পুণে। এক অনলাইন ট্যাবলয়েডে বিজেপি নেতা মোবাইলে তোলা বিভিন্ন ছবির মাধ্যমে দেখান কারারক্ষীরা লুকিয়ে সঞ্জয়কে বিয়ার, রাম দেওয়া হচ্ছে। ইয়েরওয়াড়া জেল কর্তৃপক্ষ অবশ্য পুরোটাই নিছক গুজব বলে এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, আদালতের বিশেষ অনুমতিতে জেলে বাড়ির খাবার খান, ফ্যানের হাওয়াও খান।