Last Updated: Wednesday, June 20, 2012, 21:02
ভারতীয় টেনিসে ডামাডোল তুঙ্গে। মহেশ ভূপতি, রোহন বোপান্না পর এবার বেঁকে বসলেন লিয়েন্ডার পেজ। জুনিয়ারদের সঙ্গে খেলতে নারাজ তিনি। এমনকি তাঁর দাবি মানা না হলে লন্ডন অলিম্পিকে না খেলারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। এই ডামাডোলের মধ্যে অলিম্পিকের দল ঘোষণা একদিন পিছিয়ে দিয়েছে এআইটিএ।