Last Updated: Sunday, January 12, 2014, 11:07
আজ স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মদিন। ১৮৬৩ সালে আজকের দিনেই উত্তর কলকাতার সিমলায় গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন যুগনায়ক বিবেকানন্দ। এই উপলক্ষে আজ সিমলায় বিবেকানন্দের বাড়ি, বেলুড় মঠ সহ রাজ্যজুড়ে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি পালিত হচ্ছে যুব দিবস হিসাবেও। আজই যুগনায়কের জন্মের সার্ধশতবর্ষ উদযাপন পর্বেরও সমাপ্তি।