Last Updated: Saturday, March 22, 2014, 19:11
ভোটেও এবার চৈত্র সেল। আঙুলে কালো দাগ দেখাতে পারলেই দোকানে মিলবে ছাড়। ভোটের আগেও সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ঘরে তোলা যেতে পারে রিবেটের ফায়দা। ভোটারদের উত্সাহিত করতে এই অভি নব উদ্যোগ নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন।