Vote queque - Latest News on Vote queque| Breaking News in Bengali on 24ghanta.com
এসএমএস করেই হদিশ মিলবে ভো্ট লাইনের দৈর্ঘ্যের, দেশের মধ্যে বর্ধমানে শুরু হতে চলেছে নয়া সুবিধা

এসএমএস করেই হদিশ মিলবে ভো্ট লাইনের দৈর্ঘ্যের, দেশের মধ্যে বর্ধমানে শুরু হতে চলেছে নয়া সুবিধা

Last Updated: Friday, April 25, 2014, 20:14

গোটা দেশে সম্ভবত এই প্রথম নির্বাচনে চালু হচ্ছে কিউ ইনফরমেশন সিস্টেম। বর্ধমান জেলায় এবার এই সুবিধে মিলবে। জেলাশাসক সৌমিত্রমোহন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটররা এসএমএস করে জেনে নিতে পারবেন ভোটের লাইনের অবস্থা।