Last Updated: Thursday, March 27, 2014, 22:59
চৈত্র সেলের আগে আসানসোলের নতুন ভোটারদের পোয়াবারো। সচিত্র পরিচয়পত্র দেখাতে পারলে জামা কাপড়ের দোকানে কেনাকাটায় মিলবে বাড়তি দু শতাংশ ছাড়। ভোটদান পর্ব মিটে গেলে আঙুলে ভোটের কালি দেখাতে পারলে ছাড় মিলবে আরও দু শতাংশ। তরুণ প্রজন্মকে ভোটদানে উতসাহ দিতে জেলা প্রশাসনের এই উদ্যোগে হাত মিলিয়েছেন ব্যবসায়ীরা। কর্পোরেট ধাঁচের ভাবনা ভোটপর্বকে ঘিরে। ভাবনা শুধু নয়, একেবারে হাত কলমে উদ্যোগ। আসানসোলের নতুন ভোটারদের বুথমুখী করতে উদ্যোগী জেলা প্রশাসন।