Last Updated: Friday, February 28, 2014, 21:18
কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও মাইক বাজল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দফতরের সামনে। সৌজন্যে দুটি কর্মী সংগঠন। তাও আবার একটি শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত। ঘটনা সামনে আসতেই তত্পরতা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাসের উদ্যোগে বন্ধ হল মাইক।