Walking shark - Latest News on Walking shark| Breaking News in Bengali on 24ghanta.com
ইন্দোনেশিয়ায় সন্ধান মিলল পদাতিক হাঙরের

ইন্দোনেশিয়ায় সন্ধান মিলল পদাতিক হাঙরের

Last Updated: Sunday, September 1, 2013, 15:04

ইন্দোনেশিয়াতে নতুন এক প্রজাতির হাঙরের সন্ধান পেল কনসারভেশন ইন্টারন্যাশানল নামের একটি গবেষক দল। তবে শুধু সাঁতারে নয় এই প্রজাতির হাঙর হাঁটতেও বেশ পটু। শরীরের দু`পাশের শক্তপোক্ত পাখনা গুলোকে ছোট ছোট পায়ের মত ব্যবহার করে সমুদ্রের তল দেশে হেঁটে বেড়ায় এই বাঁশ হাঙর।