Last Updated: Friday, June 8, 2012, 20:22
অবশেষে বিষমুক্তি হতে চলেছে ভোপালের। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর এক বৈঠকে ভোপালের সাড়ে তিনশো টন বিষাক্ত বর্জ্য অন্যত্র সরিয়ে ফেলায় সবুজ সংকেত দিয়েছে। বর্জ্য ফেলা হবে জার্মানিতে। এজন্য একটি জার্মান সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।