Last Updated: Sunday, April 22, 2012, 19:43
কলকাতা পুরসভার ৯৬ ও ৯৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলসঙ্কট তীব্র আকার নিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিয়মিত পানীয় জল পান না তাঁরা। জলস্তর নেমে যাওয়ায় দৈনন্দিন প্রয়োজনের জলও মিলছে না। এই অবস্থায় বাইরে থেকে কেনা জল ও কর্পোরেশনের জলের গাড়ির ভরসাতেই থাকতে হচ্ছে তাঁদের।