Last Updated: Wednesday, August 22, 2012, 15:46
ওয়াটার রাইড দুর্ঘটনার জেরে আজ নিক্কোপার্ক পরিদর্শন করলেন তদন্তকারী অফিসাররা। উপস্থিত ছিলেন বিধান নগরের পুলিস কমিশরেটের উচ্চপদস্থ আধিকারিকরাও। দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ নিক্কো পার্ক। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ এই দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেন বিধাননগর কমিশরেটের গোয়েন্দারা।