Last Updated: Wednesday, September 5, 2012, 19:38
`মিনি মাধ্যমিক` নয়, স্কুলের প্রশ্নপত্রেই হবে নবম শেণির পরীক্ষা। শিক্ষক দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণির থেকে পাশ ফেল উঠে যাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের আওতায় নবম শ্রেণির পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছিল শিক্ষা দফতর।