Last Updated: Friday, March 28, 2014, 15:50
হোয়াটঅ্যাপিটিস। নতুন এই রোগের সন্ধান পেলেন স্প্যানিশ চিকিত্সক। তাঁরে কাছে এসেছিলেন ২৭ মাসের অন্তঃসত্ত্বা ৩৪ বছরের এক রোগী। সমস্যা, দুই হাতের কব্জিতে হঠাত্ ব্যাথা। অনেক ভেবে অবশেষে চিকিত্সক আবিষ্কার করলেন, ৬ ঘণ্টা ধরে টানা হোয়াটসঅ্যাপে মেসেজ করার কারণেই হাতে ব্যাথা হয়েছে রোগীর।