Last Updated: Saturday, June 28, 2014, 18:16
রুপোলী পর্দার য় সাফল্যের পর গেমের দুনিয়াতেও কামাল করেছিল ধুম-থ্রি। এবার সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চলে এল ধুম-থ্রি-এর সিক্যুইল ধুম-থ্রি জেট স্পিড। ইতিমধ্যেই মোবাইল আর ট্যাবলেটের দুনিয়ায় আত্মপ্রকাশ করে ফেলেছে এই সুপারফাস্ট গেম।