World Diabetes day - Latest News on World Diabetes day| Breaking News in Bengali on 24ghanta.com
`ওয়ার্ল্ড ডায়বেটিস ডে`

`ওয়ার্ল্ড ডায়বেটিস ডে`

Last Updated: Monday, November 14, 2011, 15:35

সোমবার `ওয়ার্ল্ড ডায়বেটিস ডে`- উপলক্ষ্যে দেশজুড়ে ঐতিহাসিক সৌধগুলিকে সাজিয়ে তোলা হল নীল আলোয়। রাজধানী দিল্লিতে বিখ্যাত অক্ষরধাম মন্দির, ওল্ড ফোর্ট সহ একাধিক স্থান রবিবারই ঝলমলিয়ে ওঠে নীল আলোয়। এছাড়াও মুম্বই, কলকাতা, হায়দরাবাদ সহ বহু শহরে একই ব্যবস্থা করা হয়েছে।