Last Updated: Wednesday, June 5, 2013, 15:01
প্রত্যেকদিনই আমরা শুনছি পৃথিবী বদলাচ্ছে, বদলাচ্ছে পৃথিবীর আবহাওয়া। শুনছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব। দেখছিও উষ্ণায়নের প্রভাবে কীভাবে উত্তাল হচ্ছে প্রকৃতি। মানুষের কার্যকলাপে ক্ষুব্ধ প্রকৃতির উত্তাল অভিশাপ কেড়ে নিচ্ছে কত প্রাণ। ধ্বংস হচ্ছে চারপাশ। গলছে হিমবাহ। বরফ কমছে এভারেস্টেও। শুকিয়ে যাচ্ছে নদী। বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা। আমরা দেখছি, শুনছি, একে অপরকে দোষারোপ করছি। কিন্তু বুঝছি কি?