Last Updated: Sunday, October 20, 2013, 11:01
জন্মদিনে ভিনদেশে ঘুরতে গিয়ে দারুণ গিফট পেলেন কেথ উইলিয়ামস। তাইল্যান্ডের ক্রাবির এক ফিসিং রিসোর্টে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিলেন ব্রিটিশ কেথ। মাছ ধরা কেথের ছোটবেলার শখ। ছিপটাকে জলে ফেলে সেদিন বার্থ ডে বয় কেথের ছিপে অনেকক্ষণ কিছুই উঠছিল না। কেথকে স্ত্রী বলেছিলেন, `আজ আর হবে না, তুমি বরং চলে এস।` ধৈর্য্যর বাঁধ ভাঙবে ভাঙবে করছে, তখনই ছিপটা খুব জোরে নড়ে উঠল।