Last Updated: Friday, June 6, 2014, 18:25
মহাকরণকে ব্রিটিশ আমলের পুরনো রূপে ফিরিয়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। ঐতিহ্যের পাশাপাশি আধুনিক রূপও দেওয়া হবে। হেরিটেজ বিল্ডিং হওয়ায়, ভবনের সামানের স্থাপত্যশৈলী অপরিবর্তিত রাখা হবে। কিন্তু ভিতরে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। পাল্টে যাচ্ছে মহাকরণের পিছনের দিকও। লোকসভা নির্বাচনের জন্য কাজ শুরু করা যায়নি। এখন চলছে জোর তত্পরতায়। সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার নমাস পর অবশেষে কাজ শুরু হল মহাকরণে।