Yahya Mohammad - Latest News on Yahya Mohammad| Breaking News in Bengali on 24ghanta.com
ফিক্সিং কাণ্ড: ধৃত বুকির জবানবন্দীতে আরও ক্রিকেটারের নাম

ফিক্সিং কাণ্ড: ধৃত বুকির জবানবন্দীতে আরও ক্রিকেটারের নাম

Last Updated: Saturday, May 25, 2013, 19:29

যত দিন গড়াচ্ছে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ড নতুন নতুন মোড় নিচ্ছে। আইপিএল গড়াপেটা তদন্ত এখনও পর্যন্ত তা বোধহয় হার মানিয়ে দেবে বলিউডি সিনেমার মুচমুচে চিত্রনাট্যকেও। এক আইপিএলই হঠাৎ করে নড়িয়ে দিল ভারতীয় ক্রীড়া জগতের ভিত।