Last Updated: Thursday, June 20, 2013, 13:49
রাজধানী দিল্লিতে বন্যার আশঙ্কা দেখা দিল। যমুনার জল বিপদসীমা অতিক্রম করে দিল্লিতে ঢুকে প়ডল। যার জেরে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা রিং রোডে জলমগ্ন হয়ে পড়ল। জলে ডুবল গান্ধী মান্ডি, সোনিয়া বিহার, গীতা কলোনি, বাটলা হাউসেও।