Last Updated: Tuesday, November 6, 2012, 17:24
ছাড়বেন, ছাড়বেন করছিলেন। কিন্তু এবার দল ছাড়ার তারিখটাও ঘোষণা করে দলের শীর্ষ নেতাকে বার্তা দিয়ে রাখলেন দক্ষিণ ভারতে লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা। যে ইয়েদুরাপ্পার হাত ধরে দক্ষিণ ভারতে ক্ষমতায় বসার সূত্রপাত, সেই ইয়েড্ডি দল ছেড়ে দিচ্ছেন। দলের সভাপতি নিতিন গড়কড়িকে নিয়ে যখন বিজেপির মাথাব্যথা এখন চরমে। তখনই দক্ষিণেও কু-ডাক দিয়ে ইযেদুরাপ্পা বুঝিয়ে দিলেন, কংগ্রসের মত বিজেপিকেও এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইটাও লড়তে হবে।