Last Updated: Saturday, December 28, 2013, 17:08
জমিদার বাড়ির ছেলে। চেহারাতেও জমিদারি চাকচিক্য। ফারুকের ছেলেবেলা কেটেছে আভিজাত্য আর রাজকীয়তায়। সিনেমা জগতে পা রাখার আগে বাবার মতোই আইন নিয়ে কাজের জীবন শুরু করেন ফারুক। কিন্তু অল্প দিনেই তিনি বুঝতে পারেন কাঠগড়ায় বাদি-বিবাদীদের হয়ে সওয়াল করা তাঁর কম্ম নয়। বন্ধু রমেশ তলোয়ারের সূত্রে পরিচয় এম এস সথেয়ুর সঙ্গে। সুযোগ পান `গরম হাওয়া` ছবিতে অভিনয়ের। সথেয়ুই তাঁকে বলিউডে ফার্স্ট ব্রেক দেন। অনেকের জানা নেই, ৬৫ বছরের অভিনেতা তাঁর অভিনয় জীবনের প্রথম ছবিতে কাজ করেছিলেন বিনা পারিশ্রমিকে।