Last Updated: Thursday, June 5, 2014, 17:12
মাত্র একবছর আগে ক্যান্সারকে হারিয়ে জীবনে ফিরেছেন যুবরাজ সিং। দুরারোগ্য ক্যন্সারের সঙ্গে জীবনযুদ্ধে জিতে তিনি এখন অনেকের আইডল। কিন্ত নিজের শরীর থেকে ক্যান্সারকে দূরে পাঠালেও জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারলেন না যুবি। তাঁর পর এবার ক্যান্সারে আক্রান্ত হলেন যুবরাজের বাবা যোগরাজ সিং।