Yookta Mookhey - Latest News on Yookta Mookhey| Breaking News in Bengali on 24ghanta.com
বধূনির্যাতনের অভিযোগ আনলেন যুক্তা মুখি

বধূনির্যাতনের অভিযোগ আনলেন যুক্তা মুখি

Last Updated: Friday, September 14, 2012, 16:56

নিজের স্বামীর বিরুদ্ধে বধূনির্যাতনের অভিযোগ আনলেন প্রাক্তন বিশ্বসুন্দরী যুক্তা মুখি। বৃহস্পতিবার মুম্বইয়ের আম্বলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার যুক্তামুখি তাঁর স্বামী প্রিন্স তুলির বিরুদ্ধে তাঁকে মারধর করার অভিযোগ আনেন।