Last Updated: Thursday, January 3, 2013, 21:48
সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল সুষ্ঠুভাবেই। কিন্তু হঠাত্ই বাধ সাধল বিদ্যুত্। দোতলার গ্যালারির স্পিকার বন্ধ। তাও আবার প্রধানমন্ত্রীর ভাষণের সময়। বিদ্যুত্ বিভ্রাটে এবারও কাঠগড়ায় যুবভারতী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি মেনে বৃহষ্পতিবার শুরু হয় ঠিক দুপুর বারোটায়।