Last Updated: Tuesday, July 10, 2012, 20:37
গত কয়েক বছরে বলিউডের ইয়াম্মি মাম্মিদের নিয়ে যতই মাতামাতি কমতি নেই। টিনসেল টাউনের সুন্দরীরা বিয়ে করলেই মিডিয়ার আদিখ্যেতারও সীমা থাকে না। কিন্তু বিয়ের পরই তাঁদের কেরিয়ারের উর্ধ্বগামী পারদ ক্রমশ নামতে থাকে নিচের দিকে।