Last Updated: Tuesday, April 16, 2013, 12:40
১৯৯৩-এর মুম্বই বিস্ফরণে অভিযুক্ত জেইবুন্নেসা আনোয়ার কাজি, ইশাক মহম্মদ হজওয়ানে এবং শরিফি আবদুল গফুর পার্কার ওরফে দাদাভাই-এর আত্মসমর্পণের জন্য আরও সময় চাওয়ার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। রায় শোনানোর সময় সুপ্রিম কোর্ট বলে, "রাষ্ট্রপতির কাছে অভিযুক্তদের ক্ষমা ভিক্ষার আবেদন জমা পড়ার কারণেই আত্মসমর্পণের জন্য অতিরিক্ত সময়ের আবেদন খারিজ করা হল।"