Last Updated: Friday, July 5, 2013, 17:35
আজ ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছেন কোহলি এন্ড কোম্পানি। তার আগে ফের দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দলের কাছে। ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের পর হ্যামসট্রিংয়ের চোটের জন্য আসন্ন জিম্বাবোয়ে সিরিজেও খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি।