Last Updated: Monday, July 14, 2014, 23:41
জঙ্গলমহলে শিল্পায়নে, সহযোগিতার পাশাপাশি কঠোর হওয়ারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের OCL গোষ্ঠীর সিমেন্ট কারখানার উদ্বোধনে দেখা গেল মুখ্যমন্ত্রীর শিল্পবান্ধব মুখ। একঘণ্টার মধ্যেই তাঁর গলায় কড়া সুর। জমি ফেলে রাখার জন্য হুঁশিয়ারি দিলেন জিন্দল গোষ্ঠীকে।