Last Updated: Friday, February 10, 2012, 13:16
রাজপুত রেজিমেন্টের কুশলী প্যারা-কম্যান্ডো অফিসার হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনে চমকপ্রদ জয়ের নজির রেখেছেন তিনি। নিজের বয়স বিতর্ক ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আইনি দ্বৈরথে নেমে কিন্তু দ্বিতীয় রাউন্ডেই সম্মানজনক বোঝাপড়ার পথে হাঁটতে হল জেনারেল বিজয় কুমার সিং'কে।